লোকালয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি’র সহায়তায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই নির্বাচন বানচালের চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেছেন, বিএনপিকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের জনগণ আবারও তাদের ক্ষমতায় আনবে।
একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, ‘কেবল পাকিস্তান আর আইএসআইকে কেন দোষ দেব? দোষ যদি দিতেই হয়, সেটা বিএনপিকে দিতে হবে। দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে বিএনপি আইএসআই-এর কাছে ঘুষ ও অর্থ নিচ্ছে।দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের কোনও ভালোবাসা নাই। দেশের কোনও উন্নতি চায় না তারা’।
বিএনপি নেতাদের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধপরাধ সংঘটনের অভিযোগ আছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘তারা একাত্তরের পরাজিত শক্তি। তারা একাত্তরের যুদ্ধাপরাধ ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত। তাদের প্রত্যাখ্যান করে দেশের জনগণ আমাদের ক্ষমতায় এসেছে। তারা দেশের মানুষকে খুন করেছে, বুদ্ধিজীবীদের খুন করেছে। মানুষ এসব কথা ভোলেনি। ভোটের ব্যাপারে তারা খুবই সচেতন। আবারও তারা বিএনপিকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে।
সাক্ষাৎকারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনুরুল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply