লোকালয় ডেস্কঃ খুলনা-৫ ও ৬ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের খুলনা মহানগর আমির মাওলানা আবুল কালাম আজাদ (কারাবন্দি) নির্বাচন বর্জন করেছেন। রবিবার (৩০ ডিসেম্বর) ১০টায় মিয়া গোলাম ও ১২টায় আবুল কালাম আজাদের পক্ষে প্রধান নির্বাচনি এজেন্ট লিয়াকত আলী নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, কর্মী সমর্থকদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, সাধারণ ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং কর্মীসমর্থকদের বাড়িতে অবরুদ্ধ করে রাখার কারণে আমি নির্বাচন বর্জন করেছি।
খুলনা- ৬ আসনে জামায়াতের খুলনা মহানগর আমির মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে প্রধান নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট লিয়াকত আলীও একই অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।
Leave a Reply