সংবাদ শিরোনাম :
‘কাইশ্যা’: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

‘কাইশ্যা’: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

lokaloy24.com

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা মারা গেছেন। বাংলাদেশে তিনি কাইশ্যা নামে পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। খবর রয়টার্স’র

সোমবার জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন তার মৃত্যুর খবর জানিয়েছে।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেশের ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর কেন শিমুরার ভিডিও বাংলায় ডাব করে কাইশ্যা নামে প্রচার করছিল। টোকিওর একটি হাসপাতালে মারা যাওয়া এই কমেডিয়ান ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com