সংবাদ শিরোনাম :
কলকাতা পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে

কলকাতা পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে

http://lokaloy24.com

কলকাতা পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শহরের ১৪৪টি ওয়ার্ডের জন্য মোট ৯৫০ জন প্রার্থী এবারের সিটি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোমবার সকাল ৮টায় ১২টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। তবে, বুথ ফেরত সমীক্ষা এবং কলকাতাবাসীর প্রবণতা জানান দিচ্ছে শাসকদল তৃণমূল তৃতীয়বারের জন্য কলকাতার দায়িত্ব নিজেদের হাতেই রাখতে চলেছে।
সমীক্ষা অনুযায়ী, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩১টি আসন পেতে চলেছে মমতার দল। বাকি ১৩টি পেতে পারে বিজেপি। তবে, এবারও বাম এবং কংগ্রেসের ঝুলি বিধানসভা ভোটের মত শূন্য আসন হতে পারে। শাসক দলের দাবি, ১৪৪টির মধ্যে ১৩৫টি আসন পাবে।

ফলে ২০১০ এবং ১০১৫ সালের পর ২০২১ এও মমতার ঝুলিতেই থাকছে কলকাতা, তার আভাস কিন্তু ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। কলকাতার মোট ভোটার ছিল ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com