সংবাদ শিরোনাম :
করোনা: আগামী ৪ এপ্রিল পর্যন্ত টিভি নাটকের সব ধরনের শুটিং বন্ধ

করোনা: আগামী ৪ এপ্রিল পর্যন্ত টিভি নাটকের সব ধরনের শুটিং বন্ধ

okaloy24.com

লোকালয় ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শুটিং ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।এবার শুটিং বন্ধের সময় আরো বর্ধিত করা হলো। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন এ সিদ্ধান্ত নেয় দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ এপ্রিল পর্যন্ত টিভি নাটকের সব ধরনের শুটিং বন্ধ থাকবে।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, করোনা পরিস্থিতির কারণে সরকার কর্তৃক ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি চলছে। এ অবস্থায় আন্তঃসাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত শুটিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাইকে শুটিং বন্ধ রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পুনরায় শুটিং কার্যক্রম শুরু হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল প্রেক্ষাগৃহও। সেই সঙ্গে সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর বিভিন্ন আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

করোনা আতঙ্কের কারণে গেল ২২ মার্চ সকাল থেকে ৩১ মার্চ রাত পর্যন্ত সকল নাটকের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিরা। গত ১৯ মার্চ রাজধানীর নিকেতনে- ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, প্রযোজক সমিতি ও অভিনয়শিল্পী সংঘের সম্মিলিত কার্যালয়ে নাটকসংশ্লিষ্ট ১৪টি সমিতি ও সংঘের নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com