সংবাদ শিরোনাম :
করোনায় ১৪৯ বাংলাদেশির মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনায় ১৪৯ বাংলাদেশির মৃত্যু যুক্তরাষ্ট্রে

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট ১৪৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় আড়াই হাজার মানুষ। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৪৮২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯।

দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭০৮ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরো ৭৫২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ১১ হাজার ৫৮৬ জন। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৪ হাজার ৬৪৮ জন। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩০ জন, মারা গেছেন ৩ হাজার ১৫৬ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ১০৪ জন। মিশিগানে ২৮ হাজার ৫৯ জন আক্রান্ত ও ১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com