খুলনা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার উথলী-আনসারবাড়িয়া রেলস্টেশনের মাঝামাঝি সেনেরহুদা কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দর্শনা জিআরপির এএসআই মো. জিয়াউর রহমান জানান, সকাল ৯টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।
খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। পরিচয় না মিললে চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাকে দাফন করা হবে বলে জানান জিয়াউর রহমান।
Leave a Reply