তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বদিকে বহনকারী বিমান মক্কা বিমানবন্দরে পৌঁছায়। এরপরই ওমরা পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি।
“ওমরা শেষে আগামী ১৭ জুন তিনি দেশে ফিরবেন।”
কক্সবাজার-৪ আসনের (টেকনাফ-উখিয়া) ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য বদি ও তার ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে মাদক পাচারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। খোদ সরকারি সংস্থার প্রতিবেদনেও তার বিরুদ্ধে মাদক মাদকপাচারে মদদদানের অভিযোগ উঠে এসেছিল।
তবে বদি বরাবরই মাদক পাচারে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে গত মাসের মাঝামাঝি দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে বদির এক বেয়াইও আছেন।
এই অভিযান শুরুর পর জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ বলেছিলেন, ‘মাদক সম্রাট’ তো সংসদেই রয়েছেন।
আর বদিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, “সবার আগে নিজের ঘরের মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনাদের কক্সবাজারের টেকনাফের এমপি, তাকে তো জামিন দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন। তিনি মহানন্দে এই ব্যবসা শুরু করেছেন।”
মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে ফেইসবুকেও আলোচনায় ছিলেন আব্দুর রহমান বদি।
তার বিদেশে যাওয়ার খবর জানিয়ে ব্যক্তিগত সহকারী হেলাল বলেন, “এমপি বদির মেয়ে সামিয়া রহমান ও জামাতা ব্যারিস্টার রানা আশরাফও ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।”
বদির সৌদি আরব যাওয়ার খবরে ক্ষোভ জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান চৌধুরী।
তিনি বলেন, “ইয়াবা পাচারে সম্পৃক্ততায় এমপি বদি ও তার ভাইয়েরাসহ নিকট স্বজনদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। ইতোপূর্বের সব তালিকায় এমপি বদিসহ এসব স্বজনদের নাম ছিল।
“মাদকবিরোধী অভিযানের মধ্যেই টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বদির বড় বোনের দেবর আকতার কামাল এবং টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক।”
একরামুল কখনও ইয়াবায় ব্যবসায় ‘জড়িত ছিলেন না’ এই আওয়ামী লীগ নেতা বলেন, “একরামুল সম্পূর্ণ নির্দোষ। ইয়াবা ব্যবসায়ী চক্রের শীর্ষ গডফাদার অথবা ষড়যন্ত্রকারী বিশেষ অন্য কোনো মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে আমাদের ধারণা।”
Leave a Reply