সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদ

ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদ
ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদ

লোকালয় ডেস্কঃ মোঘল সম্রাটগণ অবিভক্ত ভারতবর্ষ শাসনকালে নানা স্থানে বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিনন্দন স্থাপত্য নির্মাণ করে গেছেন। নোয়াখালীর বজরা শাহী মসজিদ তৎকালীন স্থাপত্যশৈলীর অন্যতম একটি নিদর্শন। দিল্লীর বিখ্যাত জামে মসজিদের আদলে এটি নির্মিত হয়েছে।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অন্তর্গত বজরা নামক স্থানে বজরা শাহী মসজিদ অবস্থিত।

ইতিহাস থেকে জানা যায়, মোঘল জমিদার আমান উল্লাহ আনুমানিক ১১৫৪ হিজরি সাল, ১১৩৯ বাংলা ও ইংরেজি ১৭৪১ সালে এটি নির্মাণ করেন। জমিদার আমান উল্লাহর বাড়ির সামনে ৩০ একর জমিতে খনন করা দীঘির পশ্চিম পাশে এর অবস্থান।

মসজিদের দৈর্ঘ্য ১১৬ ফুট এবং প্রস্থ ৭৪ ফুট। তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদের গম্বুজগুলো মার্বেল পাথরে মোড়ানো। ভেতরে রয়েছে নয়নাভিরাম কারুকাজ। এই কারুকাজ যে কাউকেই মোহিত করবে। মসজিদের ভেতরে রয়েছে মসজিদে নববীর মতো মেহরাব। মসজিদের প্রবেশ পথে ধনুক আকৃতির দরজায় রয়েছে ছোট ছোট গম্বুজ। ১৯০৯ সালে এ মসজিদটি একবার মেরামত করা হয়।

মোঘল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা বিশিষ্ট আলেম হযরত মাওলানা শাহ আবু সিদ্দিকী এ ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম ছিলেন। বর্তমানে ওই ইমামের সপ্তম পুরুষ মসজিদটির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

কথিত আছে, এ মসজিদে কিছু মানত করলে ভালো ফল পাওয়া যায়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে এ মসজিদে দান, খয়রাত ও শিরনি দেন। অনেকে এসে এখানে নামাজ আদায় করেন। তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসেন ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য। মসজিদের ইমাম সাহেব কিংবা খাদেম দর্শনার্থীদের মসজিদের ইতিহাস ঐতিহ্য বিস্তারিত বলেন।

ছায়া সুনিবিড়, কোলাহলমুক্ত, সবুজের সমারোহের ফাঁক গলে দাঁড়িয়ে থাকা বজরা শাহী মসজিদ দেখতে আপনিও আসতে পারেন কিংবা দীঘির পাড়ে বসে মুক্ত বাতাসে কাটাতে পারেন কিছু ভালো সময়।

যেভাবে যাবেন: ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে নোয়াখালী জেলা শহর মাইজদিতে যাবেন। মাইজদি থেকে সোনাইমুড়ীগামী যেকোনো বাস/সিএনজি কিংবা অটোরিকশায় যাওয়া যায় ঐতিহাসিক বজরা শাহী মসজিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com