সংবাদ শিরোনাম :
এশিয়ার ‘নতুন টাইগার’ বাংলাদেশ : সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি

এশিয়ার ‘নতুন টাইগার’ বাংলাদেশ : সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি

এশিয়ার ‘নতুন টাইগার’ বাংলাদেশ : সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি
এশিয়ার ‘নতুন টাইগার’ বাংলাদেশ : সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি

ঢাকা : সৌদি বাণিজ্যমন্ত্রী আল কাসাবি বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ান ‘নতুন টাইগার’। তাই সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সৌদ বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি, বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এ দেশে এসেছি কাজের বিভিন্ন দিক খুঁজে বের করতে, দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের রিয়াদে যাওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, আমাদের এ সফরের মাধ্যমে সৌদি-বাংলাদেশ সম্পর্কে একটি নতুন অধ্যায় সৃষ্টি হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com