সংবাদ শিরোনাম :
এমপি মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের জালিয়াতি চিঠি বিতরণ

এমপি মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের জালিয়াতি চিঠি বিতরণ

এমপি মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের জালিয়াতি চিঠি বিতরণ
এমপি মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের জালিয়াতি চিঠি বিতরণ

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট প্রতিনিধিঃ দুদকের চিঠি সই স্বাক্ষর জালিয়াতি করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের খবরে হবিগঞ্জ জুড়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন সৎ ও স্বচ্ছ এমপির বিরুদ্ধে এমন ধরনের সংবাদে এমপি অনুসারীদের মধ্যে হতাশা দেখা দেয়। তবে এমপির প্রতিপক্ষরা এই ইস্যুকে এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করছেন। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী একজন স্বচ্ছ ব্যক্তি হিসেবে সকল মহলে পরিচিত। কিন্তু এই ধরনের সংবাদের সত্যতা নিয়ে শুরু থেকেই অনেকের সংশয় সন্দেহ ছিল। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুকুমল রায় বলেন, এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার। স্থানীয় সংসদ সদস্যর ভাবমুর্তি নষ্ট করতে একটি ষড়যন্ত্র মহল এ ধরনের অপপ্রচার চালিয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল এই ধরনের ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। যারা এ ধরনের অপপ্রচার ও জালিয়াতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নেওয়ার দাবি জানান। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাহমুদ হাসান দুদকের চিঠি প্রসঙ্গে বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের কোন মামলা নেই। এটি একটি সম্পূর্ন মিথ্যা ঘটনা। এটি জালিয়াতচক্রের কাজ।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, গত সংসদ নির্বাচনের পর থেকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে আমি অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে আমার নির্বাচনী জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে দুদকের চিঠি জাল করে অপপ্রচার চালিয়েছে। মিথ্যা দিয়ে সত্য আড়াল করা যায় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com