স্টাফ রিপোর্টার: ৩০ তারিখের নির্বাচনে এমপি আবু জাহিরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন হবিগঞ্জ পৌরসভার সিডিসি সদস্যরা। মঙ্গলবার সকালে সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত এক সভায় তারা অকুণ্ঠ সমর্থন জানান। তারা আগামী নির্বাচনে এমপি আবু জাহিরকে নির্বাচিত করতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তারা বলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছের অসহযোগিতার কারণে সিডিসি প্রকল্পটি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাধীন ৪ সহশ্রাধিক সদস্য। এ ব্যাপারে তারা এমপি আবু জাহিরের সহযোগিতা কামনা করেন।
এ সময় এমপি আবু জাহির বলেন, আমি জনগণের স্বার্থে রাজনীতি করি। যে কারণে অতীতেও হবিগঞ্জ পৌরবাসীর উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করেছি। ভবিষ্যতেও আপনাদের যে কোনও সমস্যার সমাধানে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এমপি আবু জাহিরের বক্তৃতায় সন্তুষ্ট হয়ে নৌকার শ্লোগান দেন উপস্থিত সহশ্রাধিক সিডিসি সদস্য।
সিডিসি ফেডারেশনের সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দিলীপ দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, শেখ উম্মেদ আলী শামীম, মোঃ আলমগীর মিয়া, জুনায়েদ মিয়া, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু প্রমুখ।
পরে সিডিসি সদস্যরা এমপি আবু জাহিরকে সাথে নিয়ে নৌকার প্রচার মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply