সংবাদ শিরোনাম :
এইডস ঠেকাতে ১ লাখ পুরুষের খতনা

এইডস ঠেকাতে ১ লাখ পুরুষের খতনা

এইডস ঠেকাতে ১ লাখ পুরুষের খতনা
এইডস ঠেকাতে ১ লাখ পুরুষের খতনা

লোকালয় ডেস্কঃ মোজাম্বিকে নতুন করে এক লাখেরও বেশি পুরুষকে খতনা করানোর টার্গেট নেওয়া হয়েছে।

একই কর্মসূচির আওতায় গত বছর দেশটির জামবেজিয়াতে ৮৪ হাজার পুরুষের খতনা করা হয়েছিল। এবার এই লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। ক্রমবর্ধমান এইডসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পুরুষদের খতনা এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৬০ শতাংশ কমাতে পারে।

জামবেজিয়া প্রদেশের গভর্নর আব্দুল রাজ্জাক। যিনি নিজে পেশায় একজন ডাক্তার। এই খতনা কর্মসূচিকে সমর্থন করে রাজ্জাক বলেন, ‘পুরুষের খতনা এইচআইভি প্রতিরোধে সাহায্য করে, যদিও এতে রোগ সারায় না।’

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের যে সমস্ত এলাকায় খতনা করার প্রচলন তেমন নেই, সেগুলোকেই প্রচারণার টার্গেট করা হবে। তবে খতনা করতে কাউকেই জোর করা হচ্ছে না। স্বাস্থ্য কর্মীরা শুধু বোঝানোর চেষ্টা করছেন যে এতে এইডস প্রতিরোধে সাহায্য হতে পারে।

দুই ধাপে খতনা প্রকল্পে খরচ হবে সাত লাখ ২৮ হাজার মার্কিন ডলার। এইডস প্রতিরোধে কাজ করে যুক্তরাষ্ট্রের এমন একটি চ্যারিটি থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com