লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর নির্বাচনে প্রচার থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। সব প্রার্থীর মধ্যে একটি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন গাজীপুরের মানুষ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের বিজয় নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
বিএনপির ক্রমাগত মিথ্যাচার, উসকানি, অপপ্রচার ও সন্ত্রাস রুখে দেওয়ার জন্য গাজীপুরবাসীকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরাবররের মতোই সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি জনগণের রায়কে মেনে না নিয়ে উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করছে। আজ শুনলাম- তারা আদালতকে বলেছেন গণশুনানির জন্য। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।
Leave a Reply