আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ায় চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) রাতে চীনের উত্তর হাওয়াংয়ে প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, চীনের রাজধানী বেইজিং থেকে পর্যটক নিয়ে বাসটি উত্তর কোরিয়া যায়। বাসটি একটি ব্রিজ থেকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর দুই দেশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চীনের নিউজ এজেন্সি সিজিটিএন সোমবার (২৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনার ৩০ জন নিহত হয়েছেন বলে টুইট করে। পরে তারা টুইটটি মুছে দেয়।
Leave a Reply