লোকালয় ডেস্কঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ৬৮ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন ইমাম ও মুয়াজ্জিনদের কথা মানুষ বিশ্বাস করে। তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন বলেই সমাজে তাদের কথার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দ্যেশে বলেন আপনারা সমাজের পথপ্রদর্শক। সমাজের ভাল কাজে সচেতনতা সৃষ্টিতে আপনাদের ভূমিকা সবাই প্রত্যাশা করে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান প্রদর্শন করার জন্যই দুই ঈদে সম্মানী ভাতা চালু করা হয়েছে। তিনি বলেন টাকার অংকে এ ভাতা অত্যন্ত সমান্য হলেও এর মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনদের পৌরসভার পক্ষ হতে সম্মানিত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন পৌরসভার ভাল রীতিনীতি গুলো ভবিষ্যতেও চালু থাকবে। মেয়র হবিগঞ্জ পৌরবাসীর সুখ ও সমৃদ্ধির মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেনসহ পৌরসভার কর্মকতাবৃন্দ। এ অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরএলাকার ৬৮ টি মসজিদের ৬৮ জন ইমাম, ৬ জন খতিব ও ৪৯ জন মুয়াজ্জিন সম্মানী ভাতা গ্রহণ করেন।
Leave a Reply