ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, রোববার রাতে সেহেরির পর ভোরের দিকে কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশে ইবিএল বুথে ওই হত্যাকাণ্ড ঘটে বলে তারা ধারণা করছেন।
“বুথের ভেতরে নিরাপত্তাকর্মী নুরুন্নবীর লাশ পড়ে ছিল। সকালে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। “
ওই বুথ থেকে টাকা লুটের কোনো ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সহকারী কমিশনার তাপস।
তবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস জিয়াউল করিম বলেছেন, বুথের এটিএম মেশিনের ভল্ট থেকে টাকা খোয়া যাওয়ার কোনো আলামত তারা পাননি।
তিনি বলেন, “একজন তরুণ নিরাপত্তাকর্মী খুনের শিকার হওয়ায় আমরা অত্যন্ত ব্যথিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তারা খতিয়ে দেখছেন।”
Leave a Reply