ইতালি প্রতিনিধি: ইতালিতে বাংলা স্কুল এবং মসজিদ নির্মাণে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। প্রবাসে বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার সকালে দূতাবাস কার্যলয়ে রোমের বিভিন্ন মসজিদের ইমামদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। দূতাবাসের কাউন্সিলর এরফানুস হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাউন্সিল সিকদার আশরাফুর রহমান, প্রথম সচিব শেখ সালেহ আহমেদ এবং এএফএম সায়েম উপস্থিত ছিলেন।
ঈমামদের বিভিন্ন প্রশ্নে জবাবে রাষ্ট্রদূত বলেন, রোম-ঢাকা-রোম রুটে বাংলাদেশ বিমান আবার চালুর ব্যাপারে তিনি আশাবাদী। আগামী জুন মাসের পর পাসপোর্টে নাম, তারিখ পরিবর্তন করা হবেনা বলেও জানান তিনি।
এই মতবিনিময় সভায় ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন – ওয়ালিউল্লাহ খান, মোহাম্মাদ রাহমুতুল্লাহ, হাজী নূরো আলম, মাওলানা ফজলুল করিম, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা নায়েব দেওয়ান, মাওলানা নূর মোহাম্মাদ সহ আরো অনেকে।
Leave a Reply