লোকালয় ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নির্বাচন করবেন না। তিনি আর অর্থমন্ত্রী দায়িত্বও পালন করবেন না। মঙ্গলবার সংসদে দেয়া বক্তব্যে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রাতে সংসদে দেয়া বক্তব্যকে নিজের শেষ বক্তব্য হিসেবে উল্লেখ করে সবার কাছ থেকে বিদায় চেয়েছেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্য দেয়ার সময় তাকে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এসময় নিজের সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।’
Leave a Reply