কেমন লাগছে সঞ্চালকের দায়িত্ব?
খুব একটা প্রেশার নেই। আড্ডার মতো করে আমি সবার সঙ্গে কথা বলি। আমার নিজের মনে যা জানার থাকে, আমি তা জানার চেষ্টা করি। সাবলীলভাবেই কাজটা হয়ে যাচ্ছে। এ পর্যন্ত অতিথি হয়ে যারাই এসেছেন, সবাই আমার পরিচিত। তাই এখনো প্রশ্ন-উত্তর নিয়ে কোনো চাপ অনুভব করিনি। তা ছাড়া অনুষ্ঠানের প্রযোজক এদিক থেকে আমাকে অনেক সহযোগিতা করেছেন।
নতুন কোনো কাজ কি করছেন?
হ্যাঁ, একটা কাজ করলাম কদিন আগে। আগামী বৃহস্পতিবার সেটা আইফ্লিক্সে (অনলাইন স্ট্রিমিং সাইট) দেখাবে। ইফতেখার আহমেদ ফাহমির শর্টফিল্মটির নাম একটি সবুজ ব্যাগ। আমি আর মনোজ (কুমার) করলাম। একটা আলাদা কাজ। এই শর্টফিল্মে গ্রাম থেকে শহরে আসা একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটাতেও একটা টুইস্ট আছে। আমি সবাইকে এটা দেখতে বলব। দেখলেই বোঝা যাবে শর্টফিল্মের মজাটা।
কোন ধরনের মানুষের কাছ থেকে ১০০ হাত দূরে থাকেন?
যাঁরা সামনে এক কথা বলেন, পেছনে আরেক কথা।
কাকে প্রশ্ন করতে উপস্থাপক মিথিলার ভয় লাগবে?
আজ (গতকাল শুক্রবার) যাঁদের সঙ্গে ‘আমার আমি’র শুটিং করছি, তাঁদের নামটাই বলি। আফজাল হোসেন আর আইয়ুব বাচ্চু। আমি এখনো জানি না, কী যে প্রশ্ন করব তাঁদের!
পরিচালক আপনাকে সহ-অভিনেতা বাছাই করার সুযোগ দিলে কাকে বেছে নেবেন? ইরেশ, অপূর্ব নাকি জন?
তিনজনের নামই বলে দেব। তিনজনের সঙ্গে এক নাটকে কাজ করলে দারুণ হবে না?
Leave a Reply