সংবাদ শিরোনাম :
‘আমি কলি, এসএসসিতে তিনবার ফেল করেছি’

‘আমি কলি, এসএসসিতে তিনবার ফেল করেছি’

'আমি কলি, এসএসসিতে তিনবার ফেল করেছি'
'আমি কলি, এসএসসিতে তিনবার ফেল করেছি'

লোকালয় ডেস্কঃ আরটিভিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক চম্পাকলি টকিজ। হিমু আকরামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নতুন নাটক, চলচ্চিত্র দেবী প্রসঙ্গ এবং তিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা।

‘চম্পাকলি টকিজ’ কত দিন আগে শুটিং করা?
প্রায় এক বছর আগে। গ্রামের একটা গল্প। অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। নাটকটির শুটিং হয়েছে পুবাইলে।

এত দিন আগে শুটিং করে এখন প্রচারিত হলে ধারাবাহিকের ধারাবাহিকতা কি নষ্ট হয়ে যায় না?
আমাদের দেশে ধারাবাহিক তো এভাবেই প্রচারিত হয়। দেখা যায়, শুরুতে ১৩ পর্বের শুটিং করে চ্যানেলে জমা দেওয়া হয়। চ্যানেল সেটা দেখতে সময় নেয় ছয় মাস। আর প্রচারের তারিখ চূড়ান্ত করতে সময় লাগে আরও ছয় মাস। একটা ধারাবাহিক প্রচার হতে ছয় মাস থেকে এক বছরের মতো লাগে। তবে পরিকল্পনা করে সবকিছু চূড়ান্ত করে শুটিং শুরু হলে খুব ভালো হয়।

নাটকের গল্পটা কেমন?
এখন গ্রাম নিয়ে যে রকম নাটক হয়, সে রকমই। চম্পা ও কলি নামে গ্রামের দুটি চরিত্র। আমি কলি চরিত্রে অভিনয় করেছি। যে ছেলে এসএসসিতে তিনবার ফেল করেছে; যার স্বপ্ন গ্রামে চম্পাকলি টকিজ একটা সিনেমা হল দেবে। সেই সিনেমা হলে প্রথম শো দেখবে চম্পাকে সঙ্গে নিয়ে।

নাটকে কলি তিনবার এসএসসি ফেল করেছে। বাস্তব জীবনে কি আপনার ফেলের কোনো ঘটনা আছে?
বাস্তব জীবনে ফেলের কোনো ঘটনা নাই। একেবারে খারাপ ছাত্র ছিলাম না। মেধাবীই ছিলাম।

আপনার অভিনীত ‘দেবী’ ছবিটির পোস্টার ও টিজার মুক্তি পেয়েছে। ছবিটি কেমন হবে বলে মনে হয়?
দেবী খুবই ভালো একটা ছবি হবে। দর্শক পছন্দ করবেন। আমি মনে করি, বাংলাদেশে যতগুলো আন্তর্জাতিক মানের কাজ আছে, তার সঙ্গে দেবী নামটা যুক্ত হবে।

মিসির আলির সঙ্গে মানুষ সংযোগ ঘটাতে পারবে তো? পড়া মিসির আলি আর দেখা মিসির আলি কি এক হবে?
উপন্যাস থেকে যখন চলচ্চিত্র নির্মাণ করা হয়, তখন তার সঙ্গে পরিচালকের ভাবনা যুক্ত হয়। যেসব পাঠক মিসির আলি পড়েছেন, প্রত্যেকের কাছেই তার আলাদা ইমেজ আছে। সব ইমেজ হয়তো মিলবে না। কিন্তু কমন কিছু মিলবে।

বাণিজ্যিক চলচ্চিত্রের নায়ক হলে নায়িকা হিসেবে কাকে চান-পরীমনি, নাকি বিদ্যা সিনহা মিম?
বিদ্যা সিনহা মিমকে চাই।

সহশিল্পী হিসেবে কাকে পছন্দ-মোশাররফ করিম, নাকি জাহিদ হাসান?
এটা কঠিন প্রশ্ন। আমি ফজলুর রহমান বাবুকে চাই।

স্ত্রী নায়িকা হয়ে গেলে নায়ক হিসেবে কাকে নিতে পরামর্শ দেবেন?
আমার স্ত্রী যদি নায়িকা হতে চায়, তাহলে আমাকে অভিনয় ছেড়ে দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com