সংবাদ শিরোনাম :
আমার মা কখন আসবে? মা না এলে আমি ভাত খাব না

আমার মা কখন আসবে? মা না এলে আমি ভাত খাব না

আমার মা কখন আসবে? মা না এলে আমি ভাত খাব না
আমার মা কখন আসবে? মা না এলে আমি ভাত খাব না

প্রথম দিকে মগ্ন ছিল পুতুলখেলায়, এখন তার মাকে চাইই চাই। মাকে ছাড়া সে খাবে না। বারবার বলছে, ‘মা কখন আসবে? মা কেনো আসছে না? মা না এলে আমি ভাত খাব না।

কিন্তু মা তো আর ফিরবে না, চলে গেছে না ফেরার দেশে। এই চরম সত্যতা বোঝার বয়স নেই ছোট্ট তাসনিমা তুবার। তাই মা নেই প্রায় তিনদিনের বেশি, সেটা বুঝে উঠতেই পারছে না।

সোমবার (২২ জুলাই) সারাদিন মায়ের অপেক্ষায় থেকে চার বছরের তাসমিন মাঝেমধ্যেই ভেঙে পড়ছিল কান্নায়। তার বড় ভাই ১১ বছরের তাহসিন আল মাহিন অন্তত বুঝতে পারে, তাদের মা আর কোনো দিন ফিরবেন না। তবে বোনকে সান্ত্বনা দেওয়ার অবস্থা তার নেই। শোকে-দুঃখে সে নির্বাক। একই অবস্থা তাদের আত্মীয়দেরও।

ছেলেধরা সন্দেহে তাদের মা তাসলিমা বেগমকে (৪০) গত শনিবার ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা করা হয়। রোববার লক্ষ্মীপুরের রায়পুরার সোনাপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাসলিমাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com