সংবাদ শিরোনাম :
আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি: জাফরুল্লাহ

আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি: জাফরুল্লাহ

আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি: জাফরুল্লাহ
আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি একটা কথা বলেছিলাম, কথাতে শব্দের ভুল ছিল। তাই বলে কি আমি রাষ্ট্রদ্রোহ করেছি? আমি ভুল স্বীকার করেছি। তার মানে রাষ্ট্র এখন মানসিক বিকারগ্রস্ত। আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের চোখে ছানি পড়ে গেছে, আসল জিনিসটা দেখতে পাচ্ছি না।’

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুভমেন্ট ফর জাস্টিস নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু গণতন্ত্র গণতন্ত্রহীন হয়ে পড়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শুধু সংখ্যা দিয়ে হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণের সামনে উপস্থিত হতে হবে। বিভিন্ন দলের জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে হবে। আজ সরকারপক্ষ জনগণের সামনে কথা বলছে কিন্তু বিরোধীদলকে কথা বলতে দিচ্ছে না এটা গণতন্ত্র নয়।’

‘গণতন্ত্র মানে হল কথা বলার সুযোগ থাকা, সমালোচনা করা এমনকি ভুল সমালোচনা করলেও তাকে তা করতে দিতে হবে। ভুল হলে সংশোধন করবে। যেমন আমি ভুল করেছি। এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করা যাবে না।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের এই ক্রান্তিকাল কাটিয়ে উঠতে হলে দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং নির্বাচনে সবাইকে সমঅধিকারে অংশগ্রহণ করতে দিতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করলাম, মিটিং মিছিল করতে যাওয়ার আগে আমাকে আটক করা হলো। হামলা মামলা করা হলো। এতে তো সুষ্ঠু নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি দেশে সুষ্ঠু নির্বাচন করবেন। আগে কি হয়েছে ভুলে যান। এখন সুষ্ঠু নির্বাচন চাই, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। ওনাকে আমি যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি কিন্তু ওনার চারপাশে যে চাটুকার আছে তারা হয়তো এদিক সেদিক করছে।’

সংগঠনের প্রধান সমন্বয়ক সানাউল হক নীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন  উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com