সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আফগানিস্তানে ৯ মাসে নিহত ২৭৯৮ বেসামরিক, আহত ৫২৫২

আফগানিস্তানে ৯ মাসে নিহত ২৭৯৮ বেসামরিক, আহত ৫২৫২

আফগানিস্তানে ৯ মাসে নিহত ২৭৯৮ বেসামরিক, আহত ৫২৫২
আফগানিস্তানে ৯ মাসে নিহত ২৭৯৮ বেসামরিক, আহত ৫২৫২

লোকালয় ডেস্কঃ আাফগানিস্তান নিযুক্ত জাতিসংঘ মিশন জানায়, এত বিশাল সংখ্যক বেসামরিক নিহত হওয়ার দ্বিতীয় কারণ হলো বিমান হামলা ও যুদ্ধে ব্যবহৃত বিষ্ফোরক। মিশনের প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত তাদামিচি ইয়ামামোটো বলেন, আফগানিস্তানে কোনও সামরিক সমাধান নেই। জাতিসংঘ সবপক্ষকে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানায়।

প্রথেমবারের মতো ৯ মাসে নানগাহারে নিহতের সংখ্যা কাবুলকে ছাড়িয়ে গেছে। ২০১৭ সালের তুলনায় এবারের হতাহতে সংখ্যা দ্বিগুণেরও বেশি।

এদিকে নানগাহার কর্তৃপক্ষ দাবি করে, তাদের কাছে তালেবানের কমান্ডারসহ ৭৫ জন সেনা আত্মসমর্পণ করেছে।  প্রদেশের গভর্নর হায়াতুল্লাত হায়াত বলেন, এই বিদ্রোহীরা বাতিতে সক্রিয় ছিলো। এখন তারা শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। কিন্তু ১৭ বছরেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালে আফগান তালেবানের বিরুদ্ধে ওই যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও সেখানে রয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে তাদের সেনারা। গত জানুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক জরিপে বলা হয়,আফগানিস্তানের প্রায় ৭০ ভাগ এলাকায় তালেবানদের তৎপরতা রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে থাকে তালেবান। যুদ্ধের ইতি টানার জন্য যুক্তরাষ্ট্র তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতায় যেতে চাইছে। সমস্যা হচ্ছে তালেবানদের শর্ত নিয়ে। তালেবান যোদ্ধারা চায় সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে। আর যুক্তরাষ্ট্র চায়, তালেবান যোদ্ধাদের আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com