সংবাদ শিরোনাম :
আদালতে বিচারাধীন মামলা ৩৩ লাখ ৯৫ হাজার: আইনমন্ত্রী

আদালতে বিচারাধীন মামলা ৩৩ লাখ ৯৫ হাজার: আইনমন্ত্রী

আদালতে বিচারাধীন মামলা ৩৩ লাখ ৯৫ হাজার: আইনমন্ত্রী
আদালতে বিচারাধীন মামলা ৩৩ লাখ ৯৫ হাজার: আইনমন্ত্রী

লোকালয় ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের আদালতসমূহে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আনিসুল হক জানান, আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি ও ফৌজদারি মামলা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি এবং অন্যান্য মামলা (কনটেম্পট পিটিশন/রিট/আদিমসহ) ৮৬ হাজার ৯১৩টি।

তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা ৫ লাখ ৩ হাজার ৫১২টি। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলা ১৮ হাজার ২৪৬টি এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ৪ লাখ ৮৫ হাজার ২৬৬টি। অধস্তন আদালতে বিচারাধীন মামলা ২৮ লাখ ৯২ হাজার ১৩৭টি।

মন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, অধস্তন আদালতে ৪২৭ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরো ৪১টি ট্রাইব্যুনাল ও দুটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃজন করেছে এবং ওই ট্রাইব্যুনালসমূহের জন্য ২০৫টি সহায়ক পদও সৃজন করা হয়েছে। এ পদগুলোতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে জেলা জজ আদালতের এজলাস সংকট নিরসনে ‘২৮টি জেলায় আনুষঙ্গিক সুবিধাদিসহ জেলা জজ আদালত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ২৭টি জেলায় আলোচ্য প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান জেলা জজ আদালত ভবনসমূহ ৩ থেকে ৪ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com