সংবাদ শিরোনাম :
‘আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে’! প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি

‘আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে’! প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি

‘আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে’! প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি
‘আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে’! প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি

লোকালয় ডেস্কঃ হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে উল্লেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে একটি চিঠি দিয়েছেন এক শিক্ষার্থী।

জরিমানা মওকুফের আবেদন শিরোনামে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওই ছাত্র প্রক্টরকে চিঠিটি দেন।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রক্টর গোলাম রব্বানী বলেছেন, চিঠির বিষয়টি তিনি দেখবেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলার সময় ওই কোর্সটির পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ডিনস কমিটি। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় হতাশায় ভুগছেন ওই শিক্ষার্থী। অবশেষে কোন উপায় না পেয়ে আজ প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বরাবর একটি চিঠি দিয়েছেন ওই শিক্ষার্থী।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। চলতি সেমিস্টারের একটি কোর্সের জন্য ডিনস কমিটি আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। আমার বাবা হার্ট অ্যাটাকের রোগী, যার ওপর পরিবারের সবাই নির্ভরশীল। তার পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়। সবাই পরীক্ষা দিলেও আমি টাকার অভাবে না দিতে পারায় হতাশায় ভুগছি। হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।’

প্রক্টরের কাছে এমন সময় এই চিঠি গেল যখন একের পর এক ঢাবি শিক্ষার্থীদের আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে। চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন।

এই বছরে বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার এসব ঘটনার কারণ হিসেবে শিক্ষাজীবন নিয়ে হতাশা, প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েন, কাঙ্ক্ষিত চাকরি না পাওয়া, দারিদ্র্য ইত্যাদি বিষয়ে উঠে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com