সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আজ সিলেটে জেএসসিতে বসছে দেড় লাখ পরীক্ষার্থী

আজ সিলেটে জেএসসিতে বসছে দেড় লাখ পরীক্ষার্থী

আজ সিলেটে জেএসসিতে বসছে দেড় লাখ পরীক্ষার্থী
আজ সিলেটে জেএসসিতে বসছে দেড় লাখ পরীক্ষার্থী

শিক্ষাঙ্গন ডেস্কঃ আজ বৃহস্পতিবার (০১ নভেম্বর) শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা। সিলেটে এবার এক লাখ ৫১ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী পরিক্ষায় বসছেন। এর মধ্যে মেয়ে ৮৬ হাজার ৯০৫ জন এবং ছেলে ৬৫ হাজার ৭১ জন।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষা নির্বিঘ্ন করতে এবার বোর্ড থেকে ৫টি পর্যবেক্ষক টিম করার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষকদের দিয়ে আরো ২৫টি টিম করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যাণ্ড ও জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষার হল পরিদর্শন করবেন।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পরিক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৩৬০ জন। এবার ১২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ১৬টি। গত বছর শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১০১৩টি।

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেটে ৫০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ৫১ হাজার ১২৫ জন শিক্ষার্থী।

এরমধ্যে মেয়ে ৩৯ হাজার ৩২৬ জন এবং ছেলে ২২ হাজার ৭৯৯ জন। হবিগঞ্জে ২৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩০ হাজার ৪২২ জন। যার মধ্যে মেয়ে ১৭ হাজার ৭০৭ এবং ছেলে ১২ হাজার ৭১৫ জন। মৌলভীবাজারে ২৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জেলায় রেজিস্ট্রেশনকৃত ৩৫ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে মেয়ে ২০ হাজার ৮৫৭ এবং ছেলে ১৪ হাজার ৫৭১ জন এবং সুনামগঞ্জে ২৯টি কেন্দ্রে অংশগ্রহনেচ্ছুক পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৪১ জন। এর মধ্যে মেয়ে ১৯ হাজার ১৫ এবং ছেলে ১৫ হাজার ২৬ জন।

এ বোর্ডের অধীনে গত বছর ১০১৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩৭ হাজার ৬১৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৫ হাজার ২০২ জন। তার মধ্যে পাশ করে ১ লাখ ২০ হাজার ৮৮২ জন।

জেএসসিতে মেয়েদের চেয়ে ছেলে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল বলেন, শিক্ষায় সমতা আনার জন্য মেয়েদের সবক্ষেত্রে সুবিধা দিয়েছে সরকার। যে কারণে মেয়েরা পড়ালেখায় মনোযোগী। তাছাড়া উপবৃত্তি চালু থাকায় অভিভাবকরাও মেয়েদের পড়ালেখা করাতে আগ্রহ দেখান। পক্ষান্তরে সিলেটের সামাজিক ও অর্থনৈতিক কারণে ছেলেরা পড়ালেখায় পিছিয়ে পড়ছে। বিশেষ করে এ অঞ্চলে বিদেশ যাওয়ার প্রবণতার কারণে জেএসসিতেই ঝরে পড়ছে ছেলেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com