সংবাদ শিরোনাম :
‘আওয়ামী লীগ রাজনী‌তি‌কে অন্ধকারে নি‌য়ে যা‌চ্ছে’

‘আওয়ামী লীগ রাজনী‌তি‌কে অন্ধকারে নি‌য়ে যা‌চ্ছে’

'আওয়ামী লীগ রাজনী‌তি‌কে অন্ধকারে নি‌য়ে যা‌চ্ছে’
'আওয়ামী লীগ রাজনী‌তি‌কে অন্ধকারে নি‌য়ে যা‌চ্ছে’

লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাজনীতিকে একটা ভয়াবহ অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ মে, বুধবার দুপু‌রে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সাংবাদিকের করা এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এতো স্বল্প পরিসরে এটা বলা কঠিন, তবে এইটুকু বলতে পারি, রাজনীতি একটা ভয়াবহ অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বিরোধী দলের সাথে কোনো আলোচনা না করা, কোনো ডায়ালগ ওপেন না করা, দেশের মানুষের যে ওপেনিয়ন সেটি সম্পূর্ণ উপেক্ষা করে এই সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করবার জন্য ও একদলীয় শাসন ব্যবস্থা পোক্ত করবার জন্য, অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে।’

‘বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের না, গতবারের মতো বিএনপি নির্বাচনের ট্রেন মিস করলে সেটা তাদের (বিএনপির) দায়িত্ব’ গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে দৃষ্ট আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা বরাবরই মূল রাজনৈতিক বিরোধী দলকে (বিএনপিকে) বাদ দিয়ে রাজনীতি করতে চাইছে। সাধারণ মানুষ যে ব্যবস্থা মেনে নিয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা ক্ষমতায় আসার পরেই বাতিল করে দিয়েছে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে গোটা নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক রাজনৈতিক দল অসহায় বোধ করছে। শুধু আমরা বলছি না, বিদেশের বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোও বলছে এই সরকার একটা স্বৈরাচারী সরকার, এই সরকারের অধীনে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও সুষ্ঠু হতে পারে সেই অভিজ্ঞতা দেশের মানুষের রয়েছে।’

‘নির্বাচনকালীন সরকারের বিষয়টা এখনো অমীমাংসিত, এই সমস্যা সমাধান না করে তফসিল ঘোষণা করা কী দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এই সমস্যা সমাধানের আগে তফসিল ঘোষণা কখনই গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে কথা না বলে, নির্বাচন কমিশনের একতরফাভাবে তফসিল ঘোষণা কোনো দলই মেনে নিবে না।’

নির্বাচন কমিশন নিয়ে ফখরুল বলেন, ‘তারা (ইসি) দল নিরপেক্ষ নয়, সরকার তাদেরকে তৈরি করেছে, সরকার তাদের পছন্দনীয় লোকজন দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগের) লক্ষ্য হচ্ছে একতরফাভাবে নির্বাচন করা, বিএনপি ও খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া। এটা করা হচ্ছে এ কারণে যে আওয়ামী লীগ পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের কাছে তাদের কোনো ভিত্তি নেই, যাওয়ার জায়গা নেই।’

ফখরুল আরও বলেন, ‘আজকে বিএনপি যদি নির্বাচন করে তাহলে তাদের ভরাডুবি হবে, সে কারণে তারা গায়ের জোরে টিকে থাকবার জন্য একটার পর একটা নির্বাচন কনিশন গঠন করেছে এবং সেই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করতে চাইছে। যা কখনোই এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।’

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার যা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশনও তাই করছে। নির্বাচন কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা, নীতি বা নিয়ম, সে দিক দিয়ে তারা যায়নি। তারা একতরফাভাবে তাদের যে ব্লু প্রিন্ট সেটার দিকে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com