সংবাদ শিরোনাম :
আউশকান্দিতে স্কুলের লক্ষাধিক টাকার বই চোরাইপথে বিক্রয়কালে জনতার চাপে বই রেখে পলায়ন

আউশকান্দিতে স্কুলের লক্ষাধিক টাকার বই চোরাইপথে বিক্রয়কালে জনতার চাপে বই রেখে পলায়ন

আউশকান্দিতে স্কুলের লক্ষাধিক টাকার বই চোরাইপথে বিক্রয়কালে জনতার চাপে বই রেখে পলায়ন
আউশকান্দিতে স্কুলের লক্ষাধিক টাকার বই চোরাইপথে বিক্রয়কালে জনতার চাপে বই রেখে পলায়ন

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  কয়েক লক্ষাধীক টাকা মূল্যের বই চোরাইপথে বিক্রয়কালে স্থানীয় জনসাধারণের চাপে বই রেখে পালিয়ে যায় ক্রেতা ও নছিমন চালকরা।  এঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে ।

বৃহস্পতিবার বিকেলে  উপজেলার আউশকান্দি ইউনিয়নের র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভিতর থেকে কয়েক লক্ষাধিক টাকা মূল্যের সরকারী বই কয়েকটি নছিমন গাড়ি যোগে বস্তাবন্দী করে গাড়িতে ভরে নিয়ে যাওয়ার চেষ্টাকালে বিষয়টি  জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্রেতা ও চালকদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে জনতার চাপ বাড়তে থাকলে নছিমন থেকে বই ফেলে নছিমন গুলো  নিয়ে পালিয়ে যায় ক্রেতা ও চালকরা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক লুৎফুর রহমানের যোগসাজশে সরকারের লাখ লাখ টাকার মূল্যের বই বিক্রয় করার চেষ্টা করা হয়েছিল।

এবিষয়ে জানতে চেয়ে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বই বিক্রির ব্যাপারে আমি কিছু জানিনা ।

অন্যদিকে এঘটনায় সুষ্ট তদন্তের দাবী জানিয়েছেন সচেতন মহল ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com