ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। তিন দিনের সংঘর্ষে ১৫ শিশুসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়।ইসলামিক জিহাদ ও ইসরায়েল, উভয় পক্ষই পৃথক বিবৃতির মাধ্যমে অস্ত্রবিরতির ঘোষণা দেয় এবং এ বিষয়ে মধ্যস্থতার জন্য মিশরকে ধন্যবাদ জানাঅস্ত্রবিরতি কার্যকরের মাধ্যমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে গাজায় শুরু হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘাত বন্ধ হওয়ায় আশা জাগতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনগুলোর পুরোটা সময়জুড়ে ইসরায়েলি বাহিনীগুলো ফিলিস্তিনি লক্ষ্যস্থলগুলোতে একের পর এক আক্রমণ চালায়।গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ সংঘাতে ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অর্ধেকেই বেসামরিক এবং তাদের মধ্যে শিশুও রয়েছে। তিনদিনের এই সহিংসতায় কমপক্ষে ৩৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।এদিকে ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করে হামলার জবাব দেয় ইসলামিক জিহাদ। তবে বেশিরভাগ রকেটই প্রতিহত করা হয়।ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে, সেখানে তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। অন্য ৩১ জন সামান্য আহত হয়েছেন।
Leave a Reply