সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
অস্ত্রবিরতির ঘোষণা গাজায়

অস্ত্রবিরতির ঘোষণা গাজায়

 

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। তিন দিনের সংঘর্ষে ১৫ শিশুসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়।ইসলামিক জিহাদ ও ইসরায়েল, উভয় পক্ষই পৃথক বিবৃতির মাধ্যমে অস্ত্রবিরতির ঘোষণা দেয় এবং এ বিষয়ে মধ্যস্থতার জন্য মিশরকে ধন্যবাদ জানাঅস্ত্রবিরতি কার্যকরের মাধ্যমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে গাজায় শুরু হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘাত বন্ধ হওয়ায় আশা জাগতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনগুলোর পুরোটা সময়জুড়ে ইসরায়েলি বাহিনীগুলো ফিলিস্তিনি লক্ষ্যস্থলগুলোতে একের পর এক আক্রমণ চালায়।গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ সংঘাতে ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অর্ধেকেই বেসামরিক এবং তাদের মধ্যে শিশুও রয়েছে। তিনদিনের এই সহিংসতায় কমপক্ষে ৩৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।এদিকে ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করে হামলার জবাব দেয় ইসলামিক জিহাদ। তবে বেশিরভাগ রকেটই প্রতিহত করা হয়।ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে, সেখানে তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। অন্য ৩১ জন সামান্য আহত হয়েছেন।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com