লোকালয় ডেস্কঃ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯১তম আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে লড়বে ৮৭ দেশ। সুতরাং এবার জমা পড়েছে ৮৭টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।
৮৭টি ছবির তালিকায় সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর আলফনসো কুয়ারনের ‘রোমা’। ভেনিস উৎসবে গোল্ডেন লায়ন জিতেছে এটি। কুয়ারন এর আগে ‘গ্র্যাভিটির’ সুবাদে অস্কার জিতেছেন।
এবারের অস্কারে বিশ্বের মর্যাদাসম্পন্ন উৎসব কানের ৭১তম আসরে অংশ নেওয়া চলচ্চিত্রের সংখ্যা লক্ষণীয়। স্বর্ণপামজয়ী কোরি-ইদা হিরোকাজুর ‘শপলিফটার্স’ পাঠিয়েছে জাপান। এছাড়া আছে জুরি প্রাইজ পাওয়া লেবাননের নারী নির্মাতা নাদিন লাবাকির ‘কেপারনম’, সেরা পরিচালকের পুরস্কার পাওয়া পোল্যান্ডের পাওয়েল পাওলোকস্কির ‘কোল্ড ওয়ার’, ক্যামেরা দ’র পুরস্কার জয়ী লুকাস দোন্তের ‘গার্ল’, সেরা অভিনেতা মার্সেলো ফন্তে অভিনীত ইতালির ‘ডগম্যান’, সেরা অভিনেত্রী সামাল ইয়েসলিয়ামোভা অভিনীত কাজাখস্তানের ‘আইকা’ এবং ফিপরেস্কি পুরস্কার জয়ী দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-ডং পরিচালিত ‘বার্নিং’।
কানের আঁ সার্তেন রিগার্দ বিভাগের সেরা ছবি সুইডেনের আলি আব্বাসির ‘বর্ডার’, সেরা পরিচালকের পুরস্কার পাওয়া ইউক্রেনের সের্গেই লজনিৎসার ‘ডনবাস’ গেছে অস্কারে।
এছাড়া কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া তুরস্কের নুরি বিলগে সেলানের ‘দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি’, মিসরের আবু বকর শওকির ‘ইওমেদিন’, আঁ সার্তেন রিগার্দ বিভাগে নির্বাচিত আর্জেন্টিনার লুই ওর্তেগার ‘এল অ্যাঞ্জেল’, ডিরেক্টরস ফোর্টনাইটে থাকা কলম্বিয়ার সিরো গুয়েরা ও ক্রিস্তিনা গাইয়েগো পরিচালিত ‘বার্ডস অব প্যাসেজ’।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ‘ভিলেজ রকস্টারস’, নেপালের ‘পঞ্চায়েত’ ও পাকিস্তানের ‘কেক’ জমা পড়েছে ৯২তম অস্কারে।
৮৭টি দেশের মধ্যে পূর্ব আফ্রিকার মালাবি (দ্য রোড টু সানরাইজ) ও পশ্চিম আফ্রিকার নাইজার (দ্য ওয়েডিং রিং) প্রথমবার নিজেদের ছবি পাঠিয়েছে।
২০১৯ সালের ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। এর একমাস পর হলিউডের ডলবি থিয়েটারে ৯১তম অস্কারের জমকালো আসর বসবে ২৪ ফেব্রুয়ারি। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
Leave a Reply