সংবাদ শিরোনাম :
‘অবসরের সিদ্ধান্ত বোর্ড ও মাশরাফির ব্যাপার’

‘অবসরের সিদ্ধান্ত বোর্ড ও মাশরাফির ব্যাপার’

‘অবসরের সিদ্ধান্ত বোর্ড ও মাশরাফির ব্যাপার’
‘অবসরের সিদ্ধান্ত বোর্ড ও মাশরাফির ব্যাপার’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির অবসর নিয়ে ফের গুঞ্জন চারদিকে। বিশ্বকাপ পারফরম্যান্সটা প্রত্যাশা মতো হয়নি বলেই অবসরের কথা উঠছে আবার। মাশরাফি অবশ্য কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন আপাতত তিনি অবসরে যাচ্ছেন না। মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে হারের পর একই প্রশ্ন উঠলো তাকে নিয়ে। তবে প্রশ্নটা এসেছে ভারতীয় গণমাধ্যম থেকে।

বল হাতে মাশরাফির পারফরম্যান্স হতাশাজনক হলেও হেড কোচ স্টিভ রোডস মনে করেন চেষ্টার কোনও কমতি ছিল না তার। বিশ্বকাপে এবার শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাশরাফি। ৭ ম্যাচে উইকেট পেয়েছেন কেবল একটি।

এমন পরিস্থিতি মেনেই ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করলেন হেড কোচকে। বিশ্বকাপের পর মাশরাফি অবসরে গেলে তার জায়গায় কোনও পেসার নিলে দলের শক্তিটা বাড়তে পারে। এমন প্রশ্নের জবাবে স্টিভ রোডস বলেছেন, ‘গত কিছুদিন ধরেই মাশরাফির অবসর নিয়ে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। মাশরাফি কিংবা বোর্ড এ ব্যাপারে জানাতে পারবে। আমাদের অবশ্যই বোলার প্রয়োজন। কিন্তু মাশরাফির বিকল্প হওয়ার সামর্থ্য কারও আছে কিনা, সেই বিষয়টি মনে রাখা জরুরি।’

বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে কতটা হতাশ মাশরাফি সেটাই সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশের প্রধান কোচ, ‘মাশরাফি সব সময়ই নিজের পারফরম্যান্সে গর্ব খুঁজে পায়। এবার নিজের পারফরম্যান্সের দিকে তাকিয়ে তার মনে হবে, আরও ভালো হতে পারতো। আমি বলতে চাই, মাশরাফি পুরো টুর্নামেন্ট জুড়েই চেষ্টা করে গেছে। সাতটি অস্ত্রোপচারের পরও দুইশর বেশি ওয়ানডের অসাধারণ ক্যারিয়ার তার। ক্যারিয়ারে কখনোই সে চেষ্টা করা থামায়নি, এতটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com