লোকালয় ডেস্কঃ আবদুল জলিল মিয়া একজন সরকারি কর্মচারী। তার স্বপ্ন ছেলে সরকারি চাকরি করবে। কারণ তার এই ছা-পোষা চাকরিতে সবাইকে স্যার বলে ডাকতে হয়। তার ভাবনা ছেলে সরকারি চাকরি করলে তাকেও সবাই স্যার বলে ডাকবে।
কিন্তু তার ছেলে আদনান ৫ বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করে এখনো বেকার। রাস্তাঘাটে এখন তাকে কেউ দেখলেই জিজ্ঞাসা করে ‘আপনার ছেলে কী করে’- এমন গল্পে সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন ‘আপনার ছেলে কী করে’।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, সাবেরি আলম, নরেশ ভূঁইয়া, স্বর্ণলতা সাহাসহ অনেকে।
নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি রচনা করেছেন স্বরূপ চন্দ্র দে। এটি এবারের ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
Leave a Reply