মঙ্গলবার বিকেলে উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মামুন খন্দকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।
ইউএনও মামুন খন্দকার জানান, অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারায় বেশি দামে মাস্ক বিক্রি করায় ব্যবসায়ী মোশাররফ হোসেনকে দুই হাজার, সুভাষ দত্তকে এক হাজার, রহমানিয়া এন্টারপ্রাইজকে এক হাজার ও ব্যবসায়ী রাকিব মিয়াকে ৫০০টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বানিয়াচং থানার এসআই হিরক চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ।
Leave a Reply