লোকালয় ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
রোববার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। যার মধ্যে রমনা বিভাগে এক লাখ ৬ হাজার ২০০ টাকা, লালবাগ বিভাগে এক হাজার ৬০০ টাকা, মতিঝিল বিভাগে ৩০ হাজার ৩০০ টাকা, ওয়ারী বিভাগে এক হাজার ৪০০ টাকা, তেজগাঁও বিভাগে ছয় হাজার টাকা, গুলশান বিভাগে আট হাজার টাকা ও উত্তরা বিভাগে ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply