নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
এতে জহুরা বেগম নামের একজন নারী আহত হয়েছেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানা যায়, বিয়ানীবাজার থেকে ৪০জন যাত্রী সিলেট আসার পথে আলমপুর এলাকায় নাজা পরিবহনে একটি বাসে (সিলেট জ ১১-০৫৮০) ব্যাটারি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে দক্ষিণ সুরমা থানার এএসআই আব্দুল জলিল বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে যান।
Leave a Reply