সংবাদ শিরোনাম :
সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণের ঘটনায় মামলা

সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণের ঘটনায় মামলা

সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণের ঘটনায় মামলা

লোকালয় ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসক কর্তৃক এক রোগীর স্বজন ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার বিকেলে পুলিশ তাকে অতিরিক্ত চিফ ম্যাট্রোপালিটন আদালতের বিচারক হোসেইন বিল্লাহ’র আদালতে তুললে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এরআগে আক্রান্ত কিশোরীর বাবা বাদী হয়ে ডা. মোকামে মাহমুদকে আসামী করে কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

 

অভিযুক্ত মাকামে মাহমুদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকারা মোখলেছুর রহমানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেলের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী। ভিকটিম নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

 

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম মাহবুবুল হক বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর আমরা ওই স্কুলছাত্রীর স্বজনদের এবং ওই চিকিৎসককে নিয়ে বসি। মেয়ের পক্ষ এবং ইন্টার্ন চিকিৎসকের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মেয়ের পরিবারের আনা অভিযোগ অস্বীকার করেছে মাহিম।

 

আরও পড়ুন : সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণ, ইন্টার্ন চিকিৎসক আটক

 

 

লোকালয়/একে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com