কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিঙ্গাপুরে কোভিড১৯ আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে ৩৯ বছর বয়সী এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।তার আগে থেকেই কিডনিসহ বিভিন্ন রোগ ছিলো। নিউমোনিয়া হওয়ার পর পরীক্ষা করা হলে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
বুধবার (১৮.০২.২০২০) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আমাকে আজ সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান ফোন করে সেখানে আমাদের আক্রান্ত লোকদের বিষয়ে আলাপ করেছেন।
সিঙ্গাপুরে ভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাকে বলেন, সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সেখানকার চিকিৎসার ওপর আমাদের আস্থা রয়েছে।
Leave a Reply