নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে পাভেল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এসময় তার দেহ তল্লাসী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দমারা গ্রামের খুরশেদ আলীর পুত্র। মঙ্গলবার রাত ১০টায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় পাভেল মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply