সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
ব্রিজ নয় মরণ ফাঁদ।। মাধবপুরে জীবনের  ঝুঁকি নিয়ে চলছেন ১০ গ্রামের মানুষ ।

ব্রিজ নয় মরণ ফাঁদ।। মাধবপুরে জীবনের  ঝুঁকি নিয়ে চলছেন ১০ গ্রামের মানুষ ।

ব্রিজ নয় মরণ ফাঁদ।। মাধবপুরে জীবনের

ঝুঁকি নিয়ে চলছেন ১০ গ্রামের মানুষ

মাধবপুর প্রতিনিধিঃ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে মাধবপুর উপজেলার রাজাপুর এনায়েতপুর সহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ। বিগত ৮ মাস আগে জনৈক ঠিকাদার ঢেকু পারাপার করতে গিয়ে মনতলা ( বহরা)-এনায়েতপুর সড়কের ব্রিজের রেলিং ভেঙে যায়। এতে পথচারীদের চলাচলে ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে । ওই ঠিকাদার পরবর্তীতে ব্রিজটি মেরামত করে দিবেন বলে শান্ত্বনার মুলা ঝুলিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে।

 

প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রিজ দিয়েই অগনিত টমটম, সিএনজি, বাইক ও রিক্সা চলাচল করতে হয় অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষকে।

 

উল্লেখিত মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর, আলা দাউদপুৱ, এনায়েত পুর, গোবিন্দপুর, কুটানিয়া ও দীঘির পাড় সহ

১০ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। তাই দ্রুত এর কার্যকরী পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে মরণফাঁদ নামের এই ব্রিজ পারাপারে জীবননাশের আশঙ্কা স্থানীয়দের।

 

রেলিংবিহীন ব্রিজে ছোট ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা। দিনের বেলা যাতায়াত করা গেলেও রাতের অন্ধকারে চলতে ভয়ে বুকটা আঁৎকে ওঠে। মরনফাদে পরিনত ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com