সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লাভ শেয়ার বিডি

বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লাভ শেয়ার বিডি

দেশে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন বাড়ছে মৃত্যু সংখ্যা। এ পরিস্থিতিতে চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিতে যাচ্ছে।

‘লাভ শেয়ার বিডি’র রাজধানী শাখার অপারেশন ইনচার্জ (শাহজাহানপুর) কামরুল আলম এ প্রসঙ্গে বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষ বাঁচাতে আমরা এখন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের স্বীদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আগামী দুই এক দিনের মধ্যে এ কাজ শুরু করতে পারবো। আমরা সংগঠনের সীমিত সাধ্য নিয়েই এ মহামারীতে সক্রিয় থাকতে চাই।’

তিনি বলেন, ‘নির্ধারিত কিছু ফোন নম্বর আমাদের ফেইসবুক পেইজে দেয়া হবে। যাতে কল করলে ‘লাভ শেয়ার বিডি’র ভলান্টিয়াররা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেবে। আমাদের এ কার্যক্রম চলবে রাত দিন ২৪ ঘন্টাই।’

চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’ রাজধানীর বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন শতাধিক পরিবারের মাঝে রান্না করা ইফতার উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। লকডাউনে রুটি রুজি হারানো বিপন্ন মানুষের জন্য এ কার্যক্রমও বন্ধ থাকবে না বলে জানান কামরুল আলম।

চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’র স্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। সংগঠনটি বিশ্বাস করে, দাতা ও দান গ্রহীতা বলে কিছু নেই। মানুষ শুধু পারে ভালোবাসা বিনিময় করতে। উপহার ও মানুষের পাশে দাঁড়ানো এই ভালোবাসা বিনিময়ের উদাহরণমাত্র। দু:সময় মানুষের জীবনে থাকেই। একটু সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই জীবনের খারাপ অবস্থা বদলে যেতে পারে। ‘লাভ শেয়ার বিডি’ সে কাজটিই করতে চায় নিজেদের মতো করে। বড় দাতাগোষ্ঠি বা রাষ্ট্র কারও ওপর নির্ভর না করে নিজেদের কিছু উদ্যোগেই দেশ বদলে যেতে পারে।

সংগঠনটির কার্যক্রম নিয়ে ‘লাভ শেয়ার বিডি’র অপারেশন ইনচার্জ (শাহজাহানপুর) কামরুল আলম বলেন, মানবতার সেবার কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণ করে বৃদ্ধদের চোখের ছানি অপারেশন করা, রাজধানীর শাহজাহানপুরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে বের করে সক্ষম করা আমাদের একটি লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা সবাইকে আহবান জানাই, লাভ শেয়ার বিডি’র কাজক্রমে যুক্ত হতে। জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা ও পরিবেশ দূষণ প্রতিরোধে আমরা সামনের দিনে কাজ করার কথা ভাবছি। এছাড়া মহামারী শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাম ও শহরে লাইব্রেরি, চলচ্চিত্র প্রদর্শনসহ সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তোলার কাজটিও লাভ শেয়ার বিডি করে যেতে চায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com