বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামে ডলি আক্তার (২৫) নামের এক গৃহবধূকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী জাহিদ মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। এদিকে, নিহত ডলি আক্তারের মরদেহ উদ্ধার করে গতকাল শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ডলি ধুলিয়াঘাটুয়া গ্রামের ছবিল মিয়ার কন্যা।
জানা যায়, চার বছর পুর্বে ছবিল মিয়ার কন্যা ডলি আক্তারকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয় পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের কনুই মিয়ার পুত্র জাহিদের মিয়ার সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে এক ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। এরই জের ধরে জাহিদ মিয়া গতকাল শুক্রবার সকালে তার স্ত্রীকে লাথিসহ মারপিট করে। দুপুরে ডলির মরদেহ ঘরে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় বাড়ি থেকে জাহিদকে আটক করা হয়।
বানিয়াচং থানার ওসি জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কি না। এছাড়াও মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পুলিশ ইতিমধ্যে স্বামী জাহিদ মিয়াকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply