সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকির শতাধিক বিলাসবহুল গাড়ি এখন সিলেটে! দুবাইয়ে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাত ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ হবিগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অপরাধ কর্মকাণ্ড রোধে সতর্ক পুলিশ শাহজীবাজার মাজারে প্রশাসনের আদেশ অমান্য করে কাফেলার আয়োজন সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক কোরেশনগরে হোটেল যুবরাজ থেকে লাশ উদ্ধার ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ছেলের বিয়ের দাওয়াতে বের হয়ে বাড়ি ফেরা হলো না মায়ের
‘নিজেকে মুসলিম বলে ঘোষণা দিতে সত্যিই গর্ববোধ করছি’

‘নিজেকে মুসলিম বলে ঘোষণা দিতে সত্যিই গর্ববোধ করছি’

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও’কনর। তার এ সিদ্ধান্তে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ‘কেন ইসলাম গ্রহণ করলেন ও’কনর শিরোনামে ফলাও করে খবর ছাপা হয়েছে।

 

তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, ও’কনর ইসলাম গ্রহণ করে নাম রেখেছেন সুহাদা ডেভিট। ৫১ বছর বয়সী এই গায়িকা এক টুইট বার্তায় লিখেছেন ‘নিজেকে মুসলিম বলে ঘোষণা দিতে সত্যিই গর্ববোধ করছি।’

১৯৯০ সালে রিলিজ করা ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্যে তিনি সবচেয়ে সুপরিচিত। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি।

টুইটারে দেয়া ওই বার্তায় তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার এই সিদ্ধান্ত যেকোনো ‘বুদ্ধিমান ধর্মতত্ববিদের’ যাত্রার স্বাভাবিক পরিণতি।’

এছাড়া টুইটারে ছাড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে যে ও’কনর আযান দিচ্ছেন।

উল্লেখ্য, ও’কনর ১৯৯২ সালে মার্কিন টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে পোপের ছবি ছিঁড়ে প্রথম বিতর্কের জন্ম দিয়েছিলেন। এর সাত বছর পর এক চার্চ থেকে তাকে যাজক হিসেবে ঘোষণা করে। যেহেতু ক্যাথলিক চার্চে নারীদের যাজক হওয়ার সুযোগ নেই, তাই শেষ পর্যন্ত সেটা অনুমোদন হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com