সংবাদ শিরোনাম :
তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: আইনমন্ত্রী

তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: আইনমন্ত্রী

তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: আইনমন্ত্রী
তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: আইনমন্ত্রী

ঢাকা- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।

রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

জামায়াতকে ঐক্যফ্রন্টে নেওয়া ভুল ছিলো ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে নবীন বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পত্তি হয়। মামলা জট কমাতে নতুন বিচারকরা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এটিএম আজহারসহ যেসব যুদ্ধপরাধীদের বিচার আপিলে অপেক্ষামাণ আছে সেগুলোর শুনানি যাতে দ্রুত করানো যায় সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের অফিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার কথাও বলেন আইনমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com