সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে কানাডা

৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে কানাডা

৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে কানাডা
৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে কানাডা

লোকালয় ডেস্কঃ উন্নত জীবনের আসায় অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের যাওয়ার প্রবণতা রয়েছে বিশ্বজুড়ে। এজন্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর-নদী, পাহাড়-জঙ্গল অতিক্রম করে থাকে। বহু মানুষ পথে প্রাণ হারায় আবার কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে ভোগ করে।

কিন্তু এবার খুব সহজেই কানাডা যাওয়ার দ্বার উন্মুক্ত হয়েছে। কানাডা সরকার আগামী ৩ বছরে ৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে। ২০১৭ সালে কানাডা ঘোষণা করেছিল যে, দেশটি তিন ২০১৮, ২০১৯ ও ২০১০ সালে এই জনবল নেবে। সেই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে শিগগিরই।

উত্তর আমেরিকার  এই দেশটিকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ মনে করা হয়ে থাকে। দেশটিতে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে। মাথাপিছু ইনকাম প্রায় ৫০ হাজার ডলার।

কানাডা সরকার আগামী এক বছরে ইকোনমিক প্রোগ্রাম মোট ১ লাখ ৯১ হাজার ৬০০ অভিবাসী নেবে। ইকোনমিক প্রোগ্রামের মধ্যে রয়েছে, ফেডারেল হাই স্কিলড প্রোগ্রামে ৮১,৪০০ জন, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে ২,০০০ জন, ফেয়ার গিভার প্রোগ্রামে ১৪,০০০ জন, ফেডারেল বিজনেস প্রোগ্রামে ৭০০ জন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬১,০০০ জন ও কুইবেক স্কিলড ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ৩২,৫০০ জন।

ফ্যামিলি প্রোগ্রামের অধীনে নেয়া হবে ৮৮,৫০০ জন। ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে ৬৮,০০০ জন, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস ২০,৫০০ জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে ৪৫,৬৩০ জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে ৪,২৫০ জন।

কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন জানিয়েছেন, ২০২১ সালে দেশটি আরো ৩ লাখ ৫০ হাজার অভিবাসী নেয়ার চিন্তা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com