ছবিতে গতবারের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইসাবেল ফারম্যানকে। উইলিয়াম ব্রেন্ট বেলের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’ সিনেমার প্রিকুয়েলের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র হলো এস্থার। ছবিতে দেখা যায়, কেট ও জন কোলম্যান দম্পতি স্থানীয় একটি এতিমখানা থেকে ৯ বছর বয়সী একটি রাশিয়ান মেয়েকে দত্তক নেন। দত্তক নেয়া ওই মেয়ের নাম এস্থার।
এরপরই জীবনে নানান ঝামেলায় জড়িয়ে পড়তে শুরু করেন ওই দম্পতি, যা তাদের জীবনকে অনেকটাই এলোমেলো করে দেয়।
হিংস্রতা দেখে একসময় তারা বুঝতে পারেন, দত্তক নেয়া মেয়ে এস্থার কোনো সাধারণ মেয়ে নয়। হাসপাতালে এস্থারকে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার আবিষ্কার করেন এক ভয়ংকর তথ্য।
৯ বছর বয়সী এস্থার আসলে ৩৩ বছর বয়সী একজন নারী। হিংস্র এ নারী একে একে সাতজনকে হত্যা করে। কেন সে এমন হিংস্র হয়ে উঠল সেসব কারণই গুরুত্ব পেয়েছে এবারের ছবিটিতে।
Leave a Reply