আন্তর্জাতিক ডেস্কঃ আবারও কয়েক হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব প্রদান করেছে তুরস্ক। তুর্কি সরকারের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হুরিয়াত পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বমোট ৭২ হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।
পার্লামেন্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৩৬ হাজার শিশুর নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান।
এছাড়া তুরস্কে প্রায় তিন লাখ ৮০ হাজার সিরীয় শিশুর জন্ম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ওই শিশুদেরও একইভাবে নাগরিকত্ব প্রদান করা হবে। তিনি বলেন, ভ্রাতৃত্বের প্রতি এটা আমাদের অনেক বড় বিনিয়োগ।
প্রায় ২৮ হাজার সিরীয় নাগরিক গত ২৪ জুন তুরস্কের নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। এছাড়া ২০১৯ সালের নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন আরও ৩৬ হাজার নাগরিক।
Leave a Reply