লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে এবার বিগত ৫ বছরের সেরা ধান কাটা মৌসুম চলছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান জানিয়েছেন, এপ্রিল মাস পর্যন্ত তথ্য পর্যালোচন করে দেখা গেছে গত ৫ বছরের মধ্যে এবারের মৌসুমেই কৃষকরা সবচেয়ে ভালভাবে ঘরে ধান তুলতে পারছেন। অথচ শুরুতে শ্রমিক সংকট এবং বন্যার পূর্ভাবাসে কৃষকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছিল। এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শিলাবৃষ্টিতে ৫০ হেক্টরের মত জমির ধান বিনষ্ট হয়েছে।
তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলার গভীর হাওরের ৮৪ শতাংশ ধান কেটে ফেলা হয়েছে। আর সাধারণ এলাকার কাটা হয়েছে ৩৮ শতাংশ। সামনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বন্যার কোন সম্ভাবনা নেই। ফলে এবার কৃষকের গোলায় সুন্দরভাবেই ধান উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হবিগঞ্জ জেলায় এ বছর ১ লাখ ২০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ৪৬ হাজার ৩৬০ হেক্টরে এবং অন্যান্য এলাকায় ৭৭ হাজার ৪৪০ হেক্টর।
Leave a Reply