বিনোদন ডেস্ক: গত ২১ জুন মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শহিদ কাপুর অভিনীত ‘কবির সিং’ সিনেমাটি। বিজয় দেভারাকোন্দা অভিনীত ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক এটি।
ভারতে ৩ হাজার ১২৩ পর্দায় মুক্তি পেয়েছে ‘কবির সিং’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটির প্রশংসা করছেন দর্শক-সমালোচকরা। বিশেষ করে শহিদ কাপুরের প্রশংসায় পঞ্চমুখ তারা। অনেকেই মন্তব্য করেছেন, এতে ক্যারিয়ার সেরা অভিনয় করেছেন শহিদ।
অন্যদিকে বক্স অফিসে বাজিমাত করছে সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, শহিদ কাপুরের ক্যারিয়ারে প্রথম তিন দিনে সবচেয়ে বেশি আয়ের সিনেমা এখন এটি। গত শুক্রবার সিনেমাটি আয় করেছে ২০.২১ কোটি রুপি, শনিবার ২২.৭১ কোটি রুপি, রোববার ২৭.৮৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৭০.৮৩ কোটি রুপি।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বিজয় দেভারাকোন্দা ও শালিনি পান্ডে। রিমেকটিতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ানা আদভানি। এটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। তেলেগু সিনেমাটিও পরিচালনা করেছিলেন তিনি। টি সিরিজের ব্যানারে নির্মিত ‘কবির সিং’ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরেশ ওবেরয়, সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ।
Leave a Reply