ঢাকা- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ভোটের পরও আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে ২৯৯ আসনের প্রার্থীরা জনবল নিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও করবে।
বেইলি রোডে নিজ বাসভবনে ড. কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জেলা নির্বাচন অফিস ঘেরাও করার পর পরবর্তীতে ২৯৯ আসনের প্রার্থীরা ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও করবেন।’
ড. কামাল বলেন, ‘সারাদেশে গণহারে ভোট ডাকাতি চলছে। সবাইকে বের করে দেওয়া হচ্ছে। তা জানা সত্ত্বেও ভোটের মাঠ থেকে আমরা সরে যাব না। আমরা যখন নির্বাচনে এসেছি, তখনই সরকারি দল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।’
‘ওরা চাইছে আমরা যাতে নির্বাচনের মাঠ ছেড়ে চলে যাই। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না।’
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, ‘এছাড়া মামলা করার বিষয়টি নিয়েও আমরা ভাবছি। ২৯৯ আসনে প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে মামলা করবে। শত শত মামলা হবে। নির্বাচনের ফলাফল বন্ধ বা পুনঃনির্বাচনের বিষয়ৈ রিট করার পরিকল্পনা আমাদের আছে।’
Leave a Reply